★বিরুলিয়া জমিদার বাড়ি★
বিরুলিয়া’ তুরাগ নদীর তীরবর্তী ছোট্ট একটি গ্রামের নাম। ঢাকা শহরের অত্যন্ত কাছের এই বিরুলিয়া গ্রাম দশটিরও অধিক ঐতিহ্যবাহী স্থাপনার জন্য সুপরিচিত। বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে আছে জমিদার রজনীকান্ত ঘোষের বাড়ি, যা বর্তমানে বিরুলিয়া জমিদার বাড়ি (Birulia Jamidar Bari) নামে পরিচিত। ঢাকার কাছে অবস্থান হওয়ায় ইতিহাসের সাক্ষী প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বিরুলিয়া জমিদার বাড়ি দেখতে অনেকেই ছুটে যান.
স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে, জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে ৮৯৬০ টাকা ৪ আনি অর্থের বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই বাড়িটি কিনে নেন। অতীতে বিভিন্ন স্থানে রজনীকান্ত ঘোষের সম্পত্তি থাকলেও বর্তমানে শুধু মাত্র বিরুলিয়া জমিদার বাড়িটি বেদখলের হাত থেকে অবশিষ্ট আছে।
জমিদার রজনীকান্ত ঘোষের এই বাড়িতে বর্তমানে রজনীকান্ত ঘোষের বংশধরগণ বসবাস করছেন। জমিদার বাড়ির সদরঘর, বিশ্রামঘর, বিচারঘর, পেয়াদাঘর এবং ঘোড়াশালাগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে।
কিভাবে যাবেন :
ঢাকার যেকোন প্রান্ত থেকে চলে আসুন মিরপুর ১। মিরপুর ১ এসে মাজারের সামনেই আলিফ বাস ছাড়ে। তাছাড়া লেগুনা করেও যেতে পারেন। ভাড়া পরবে ২০ টাকা। বিরুলিয়া ব্রিজের সামনে নেমে ব্রিজ পার হলেই দেখবেন বাম পাশে ছোট একটি গ্রাম। হেটে যেতে ১০/১৫ মিনিট লাগবে জমিদার বাড়ি পৌঁছাতে।
আপনারা যেখানেই ঘুরতে জান না কেন দয়া করে পরিবেশ নোংরা করবেন না। আমরা জমিদার বাড়িতে বেশ কিছু বিরানির পেকেট পেয়েছিলাম। ওগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে আসছি। আপনারা বিষয়গুলো একটু খেয়াল করবেন। আর দেওয়ালে কিছু লেখা থেকে বিরত থাকুন। করোনার মাঝে ভ্রমণ করব না।
Leave a Reply