1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

দশ হাজার রুপিতে ঢাকা_কলকাতা_মানালি_দিল্লী_আজমীর_ঢাকা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪৮ বার পঠিত

১০০০০ রুপিতে বাজেট ট্রিপে

#ঢাকা_কলকাতা_আম্বালা_চন্ডিগর_সিমলা_মানালি_দিল্লী_আজমীর_কলকাতা_ঢাকা

একটা সময় ভারত ভ্রমন শুধু স্বপ্নই ছিল। কখনো ভাবিনি দেশের গন্ডি পেড়িয়ে বিদেশ ভ্রমন করবো কেনই বা এমন টা ভাববো না ১০,২০,৫০ টাকা করে জমিয়ে জমিয়ে বাংলাদেশ ভ্রমন করা একটি ছেলে হাজার হাজার টাকা কবে জমাবে কবে বিদেশে ভ্রমন করবে!
ফেসবুক ট্রাভেল গ্রুপের কল্যানে ও গুগলে অনেকের ভারত ভ্রমনের গল্প পড়ে মনে আশা বাধি ইনশাআল্লাহ খুব কম খরচে তারা যদি ভ্রমন করতে পারে, আমি ও পাড়বো।

19 June 2017

রাতে আব্দুল্লাহপুর থেকে আমরা ৫ জন রওনা দেই Royal Coach এর Non Ac Coach করে ঢাকা-কলকাতা ভাড়া -৯০০ টাকা।

20 June 2017

খুব সকাল সকাল বাংলাদেশের সবচেয়ে ঝামেলার বর্ডার বেনাপোল পৌছাই, বর্ডারে পৌছে ফ্রেস হয়ে নাস্তা করে লাইনে দাঁড়িয়ে যাই সকাল ৭ টায় লাইনে দাড়াই বাংলাদেশ ইমিগ্রেশন পার হতে না হতে বৃষ্টির কবলে পড়ি , বৃষ্টিতে ভিজে ভিজে ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করি প্রায় বেলা ১২.৪০ এর দিকে। পেট্রোপোল থেকে রয়েল কোচ এর এসি গাড়ি ছাড়ে ১.৩০ এর দিকে কলকাতার মারকুইস স্ট্রিট যেতে যেতে প্রায় ৬ টা বেজে যায়।
প্লান অনুযায়ী হাওড়া-কালকা যাবো কালকা মেইল ট্রেনে কিন্তু কোন সিট খালি ছিল না। প্রতিনিয়তই টেনশন বাড়ছে আর যে এজেন্সির কাছেই যাই একে তো টাকা বেশি চায় আবার এসি সিট ছাড়া কিছুই ভাগ্যে মিলছিল না! কি করুন
শেষমেশ Taj Travels থেকে হাওড়া-আম্বালা র হিমগিড়ি এক্সপ্রেস এর নন এসি স্লিপার এর টিকেট পাই, টিকেটের জন্য আমাদের গুনতে হয় ৯৭০ রুপি। সারারাত ট্রেনেই কেটে যায়।

21 June 2017

সারারাত ট্রেনে ঘুমানোর পর সকাল হয়, ট্রেনেই খাওয়া দাওয়া সারি।খাবার ১০০-১৪০ রুপির মদ্ধেই পেয়ে যাবেন। নানান State থেকে নানান মানুষের ভিড় ট্রেনে, আমি যারে পাই তার সাথেই কথা বলি।তাদের কাছে বাংলাদেশ অন্য কোন দেশ নয়, বাংলাদেশ ভারতের মদ্ধেই ! বাংলাদেশ থেকে আসতে পাসপোর্ট ও ভিসা লাগে কি না, সেটা জানার অনেক কিউরিওসিটি তাদের মদ্ধে লক্ষ্য করলাম।এভাবে ভাংগা হিন্দি ও ইংলিশ দিয়ে কথা বলতে বলতে ও মুভি দেখে সারাদিন কেটে যায়, সারারাত ও ট্রেনেই।

22 June 2017

সকাল পেড়িয়ে দুপুর প্রায় ১.২০ এর দিকে আম্বালা পৌছাই।আম্বালা থেকে বাসে ৬০ রুপি দিয়ে চন্ডিগড় যাই।চন্ডিগড় থেকে ১৬০-২০০ রুপি মদ্ধে ৫ ঘন্টা সময় লাগে আমাদের শিমলা পৌছাতে। চন্ডিগড়-শিমলা যাওয়ার পথেই আপনার টাকা ও কষ্ট স্বার্থক হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যায় আমাদের নতুন বাস স্ট্যান্ড পৌছাতে, সেখানেই পেয়ে যাই কিছু কাশ্মীরী এজেন্ট যাদের হেল্পেই ৮০০ রুপিতে ৫ জনের জন্য রুম নেই,গিজার ও সুন্দর বারান্দার ভিউ ছিল। সেদিন আর বেশি ঘুরতে পারিনি মুশলধারে বৃষ্টি হচ্ছিল। রাতের খাবারের জন্য যাই শিমলা জামে মসজিদে ১৪০ রুপিতে চিকেন+ভাত+ডাল+সবজি খেয়ে হোটেলে এসে ঘুম।
প্রতিদিন খাবারের জন্য ৩০০ রুপিতেই হয়ে যেত।কোন দিন এর চেয়েও কম লাগতো।

23 June 2017

সকালে ঘুম থেকে উঠে নতুন স্ট্যান্ড এর আসেপাসে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় সেখান থেকে খেয়ে নেই। পুরাতন বাস স্ট্যান্ড থেকে নতুন স্ট্যান্ড আসি বাসে করে( ৭ টাকা ভাড়া) সেখান থেকে মানালির বাসের টিকেট কাটি ভাড়া – ৪১০ রুপি, টিকেট কেটে আবার ৭ রুপি দিয়ে নতুন বাস স্টান্ড এসে পায়ে হেটে হেটে সিমলার মল রোড ঘুরি।আমার কাছে সিমলার মল রোড ই বেসি ভাল লেগেছে। আপনি চাইলে হনুমান টেম্পল,কুফরি যা সিমলার সবচেয়ে উঁচুস্থান ঘুরে দেখতে পারেন।সারাদিন সিমলার লোকাল বাজার,লোকাল ফুড টেস্ট করে রাত ৯ টার বাসে করে মানালির উদ্দেশ্য রউনা হই।

24 June 2017

HRTC এর বাস সকাল প্রায় ৫.৪০ এর দিকে আমাদের মানালি নিউ মল রোডের পাসে বাস স্টান্ডে নামিয়ে দেয়। এখানে দেখা হয় এক সলো ট্রাভেলার এর সাথে, সে আমাদের সাথে এড হয়।বাসে আসতে আসতে দিল্লীর এক পরিবারের সাথে পরিচিত হই, এই পরিবারের কর্তা ছিল SP যার চাপার জোরে ৬ জন ৩৫০ রুপিতে হোটেল ম্যানেজ করি। হোটেলে চেক ইন করে ফ্রেস হয়ে ব্রেকফাস্ট সারি।হেটে হেটে হাদিম্বা টেম্পল,ক্লাব হাউস, মন্নু টেম্পল,ওল্ড মানালি ঘুরে দেখি। দুপুরের খাবার এক নেপালি ঢাবাতে বাঙালি খাবারের স্বাদে ১৪০ রুপিতে পেট ভরে চিকেন+সবজি+ডাল দিয়ে লাঞ্চ কম্পলিট করি। বিকেলে হোটেলে এসে রেস্ট নিয়ে আবার বেড়িয়ে পরি মানালি মল রোডের আসে পাসে ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে পেয়ে যাই এক বিশাল আপেল বাগান।প্রথমবার আপেল বাগান থেকে আপেল পেরে খাই। সন্ধার পর পর মল রোডে গিটার নিয়ে অনেকেই গান গাইতে শুনি,মানালি মল রোডে অনেক রাত পর্যন্ত মানুষ থাকে। আমি প্রায় রাত ৩ টা পর্যন্ত হোটেল+মল রোড মিলিয়ে সময় পার করি। পরদিন রোথাং পাস জাওয়ার জন্য সেই পরিবারের সাথে এড হয়ে একটি টেম্পু ট্রাভেলার আগে থেকেই রেডি করে রাখি।

25 June 2017

সকালে ঘুম থেকে উঠেই নাস্তা সেরে প্রায় ৮ টার দিকে গাড়ি ছাড়ি। রোথাং পাস প্রায় ৫১ কি.মি যেতে ২ ঘন্টা সময় লাগে আর আমাদের খরচ হয়েছিল জন প্রতি-৫০০ রুপি ১২ জনের ৬০০০ রুপি।রোথাং পাস গিয়ে দেখা মিলে সাদা বরফের আস্তানার আরা রোথাং যেতে যেতে অমায়িক সৌন্দর্য দেখতে পাই আলহামদুলিল্লাহ। রোথাং পাস গেলে অবশ্যই গরমের কাপর নিয়ে যাবেন, আমরা ১০০ রুপিতে ভাড়ায় কাপড়+জুতা নিয়ে যাই।বিকালের মদ্ধেই মানালি ফিরে আসি।খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা ৭ টার বাসে উঠি দিল্লী কাশ্মীরি গেট এর জন্য। মানালি-দিল্লী HRTC এর নন এসি বাস ছিল এই ট্রিপের সবচেয়ে প্যারাদায়ক বাস, বাসের সিট গুলো ছিল আমাদের দেশের BRTC বাসের প্লাস্টিক সিট গুলার মত। এই রকম সিটে ১৪ ঘন্টা জার্নি করা আসলেই প্যারাদায়ক।

26 June 2017

অবশেষে সকাল ৯ টার দিকে পৌছাই দিল্লী কাশ্মীরী গেট। প্রথমেই যাই দিল্লী জামে মসজিদ, তারপর রেড ফোর্ড,ইন্ডিয়া গেট ঘুরে আবার ফিরে আসি জামে মসজিদ। দিল্লী সিটি ভ্রমনের জন্য মেট্রোরেল হতে উত্তম। সারাদিন এই প্লেস গুলা ঘুরতে ১৫০ রুপির মত খরচ হবে। জামে মসজিদ থেকে দিল্লী-আজমীর এর স্লিপার বাসের টিকেট কাটি ৩৫০ রুপিতে। রাতের খাবার পার্সেল করে নিয়ে বাসে উঠে পরি ওল্ড দিল্লী স্টেশন থেকে। সারারাত হোটেলের ফিল নিয়ে প্রায় ৩৯০ কি.মি পথ পারি দেই নন স্লিপার বাসে।

27 June 2017

সকালে আজমীর পৌছে হোটেলে চেকইন করি। সারাদিন দরগাহ+ আসেপাসে ঘুরাঘুরি করি। পরদিন আমাদের আজমীর-শিয়ালদহ ট্রেনের টিকেট আজমীর পৌছেই এজেন্সির সাথে কথা বলে রাখি ততকাল টিকেটের জন্য।

28 June 2017

সকালে ৭ টায় বেড়িয়ে পড়ি পুস্কর জাওয়ার জন্য।
৪০০ টাকা গাড়ি ভাড়া ৫ জনের ও উটের পিঠে করে ঘুরতে খরচ হয় ৮০০ টাকা। ১২ টার মদ্ধেই ফিরে আসি আজমীর রেল স্টেশন এ। ১০০ টাকা কেজিতে বিরিয়ানি কিনে নেই দুপুরের খাওয়ার জন্য। ১২.৩০ এ ট্রেন ছেড়ে যায় শিয়ালদহ উদ্দেশ্যে, ট্রেনে উঠেই দেখি বেশিরভাগ যাত্রী বাংলাদেশী। নিজ দেশের মানুষের সাথে কথা বলতে বলতে চলতে থাকলো ট্রেন। সারারাত ট্রেনেই…

29 June 2017

সারাদিন ট্রেনেই কেটে যায় আমাদের। দিন গরিয়ে রাত প্রায় ৮ টার দিকে শিয়ালদহ পৌছাই। শিয়ালদহ থেকে ১০০ রুপি তে টেক্সি নিয়ে আসি মারকুইস স্ট্রিট। কলিন স্টিট এ হোটেল নেই ৫ জনের খরচ হয় ১০০০ রুপি।কলকাতার খালেক হোটেল ছিল পপুলার, খালেক হোটেলেই খাওয়া দাওয়া করি ১০০ রুপির মদ্ধে গরুর গোস্ত+সবজি+ডাল দিয়ে পেট পুরে খাওয়া যায় সেখানে, যদিও এখন খালেক হোটেল বন্ধ আছে।আপনি গেলে কলিন স্ট্রিট এ কমের মদ্ধে হালাল খাবার খেতে পারবেন।

30 June 2017

ঘুম থেকে তরিঘরি করে উঠে খাওয়া দাওয়া শেষ করে, টুকটাক শপিং শেষ করে ১ টার মদ্ধে পৌছে যাই শিয়ালদহ ১০০ রুপি ট্যাক্সি ভাড়াতে। শিয়ালদহ -বনগাঁ ট্রেনে চেপে ২ ঘন্টায় পৌছে যাই বনগাঁ ভাড়া-২০ রুপি। বনগাঁ থেকে হরিদাশপুর ৩০ মিনিট ৩০ রুপি ভাড়া অটোতে করে। কোন রকম স্পিড মানি ছাড়াই বর্ডার ক্রস করি। বেনাপোল থেকে ৫৫০ টাকায় রয়েল কোচের নন এসি বাসে করের ঢাকার উদ্দেশ্যে রউনা হই।

01 July 2017
আলহামদুলিল্লাহ ঢাকা পৌছাই।

#কিছু_ভাড়ার_বর্ননা বাস ও ট্রেনের #
১- ঢাকা-কলকাতা =৯০০ টাকা(রয়েল কোচ)
২- কল্কাতা-আম্বালা= হিমগিরি এক্সপ্রেস ৮৬০ রুপি তৎকাল এ এজেন্সি দিয়ে কাটসি তাই এক্সটা নিসে ১১০ করে পার টিকেট =৯৭০ রুপি নন এসি স্লিপার ক্লাস
৩- আম্বালা-চন্ডিগর ৬০ রুপি
৪- চন্ডিগর -সিমলা ১৩০ রুপি
৫- সিমলা -মানালি ৪১০ রুপি
৬- মানালি- রোথাং পাস ৫০০ রুপি করে
৭-মানালি- দিল্লী ৬৯০ রুপি
৮- দিল্লী – আজমীর ৩৫০ রুপি স্লিপার ক্লাস বাস
৯- আজমীর – কথিত মরুভুমি ট্যাক্সি ৪০০ রুপি+ উঠের গাড়ি ৮০০ রুপি
১০- আজমীর – কলকাতা ৯৫০ আগের মত তৎকাল এ নন এসি স্লিপার ক্লাস
১১- কলকাতা – ঢাকা আসতে বনগাও হয়ে এসেছি ৬৩০ টাকা গেসে

#হোটেল_খরচ
১- সিমলাতে ৫ জনের ৮০০ রুপি ১ রুম
২ – মানালিতে ৫ জনের ৩৫০ রুপি অনেক কমে ছিলাম Hotel Samiru , Hotel parijat er pase, Goibibi te paben
৩- আজমীর ৫ জনের ১৫০০ রুপি
৪- কলকাতায় ৬ জনের ১০০০ রুপি
৫ -কলকাতায় ২য় দিন ৬ জনের ২ রুম ১০০০ রুপি
বানান গত ভুল এরিয়ে চলুন

#খাবার_খরচ
কোন বেলায় ১৪০ গেসে আবার কোন বেলায় ১২০ কখনও ৮০ সব কিছুর হিসাব ডে অনুসারে লেখা আছে পড়ে নিতে পারেন।

স্বল্প খরচে ভ্রমন সবার জন্য না আর যারা কম টাকায় ভ্রমন করতে চান তারাই কেবল নানান সমস্যা ঝামেলা মাথায় নিয়ে ভ্রমনে পিছ পা হয় না! আর আমার উদ্দেশ্য যারা কম টাকায় ভ্রমন করতে ইচ্ছুক তারা জেন আরো উৎসাহী হয়। ভ্রমন করার পূর্বে সব ধরনের ইনফরমেশন নিয়ে ঘর থেকে বের হওয়া উচিৎ আর ব্যাক আপ মানি সব সময় সংগে রাখা শ্রেয়। একটি কথা না বললেই নয় আমার কিছুটা অভিজ্ঞতা ছিল বলেই এতো কমে এই প্লেস গুলা কাভার করতে পেরেছি আপনাকে বলছি আমার ভ্রমন দেখে আপনি যদি ভ্রমনে গিয়ে কোন সমস্যায় পড়েন সে ক্ষেত্রে আমি দায়ী নই। আমি আমার ভ্রমনেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করেছি এটা অতী নগন্য ও হতে পারে আপনার কাছে নেগেটিভ কমেন্ট করার আগে চিন্তা করে করবেন। আর এই অভিজ্ঞতা আমার ২০১৭ সালের এখন যদি আপনি যান তাহলে খরচ কিছুটা বাড়তে পারে।

Happy traveling
ভ্রমনেই সুখ,ভ্রমনেই আনন্দ
Traveling For Everyone

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park