1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

পিবিআই রংপুর এর প্রশংসায় আইজিপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ বার পঠিত

ডেক্স রিপোর্ট

রংপুরের তদন্তে সাফল্য নিয়ে সংকলিত “গণমাধ্যমে সাফল্যগাঁথা (দ্বিতীয় সংস্করণ)” বইটির প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।

গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে মাননীয় আইজিপি রংপুর সফরকালে পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম “গণমাধ্যমে সাফল্যগাঁথা (জন আস্থা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতায় পিবিআই রংপুর)” শীর্ষক সুভেনিয়্যর টি মাননীয় আইজিপি মহোদয় এর হাতে প্রদান করেন।

আইজিপি মহোদয় পিবিআই রংপুর জেলার এরুপ কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং পিবিআই রংপুর জেলার সকল সদস্যসহ পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম, অ্যাডিশনাল আইজিপি, পিবিআই মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পিবিআই রংপুর কর্তৃক চাঞ্চল্যকর লোহমর্ষক ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন সম্পন্ন হলে বাংলাদেশে ব্যাপক প্রচারিত দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক মাধ্যম সমূহে প্রচারিত হয়।

পিবিআই রংপুর জেলার সাফল্য সমূহের ডিজিটাল নথি তৈরি করার লক্ষ্যে “গণমাধ্যমে সাফল্যগাঁথা (জন আস্থা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতায় পিবিআই রংপুর)” এর প্রথম সংস্করণ গত জুন ২০২২ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park