জন্মদিনের আগে ছেলের নাম বদলে ফেললেন পরীমণি।
শাহীম মুহাম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এখন থেকে এ নামটিই চূড়ান্ত বলে জানিয়েছেন পরীমণি।
যদিও নাম পরিবর্তনের কারণ উল্লেখ করেননি পরীমণি, তারপরও নেটিজেনদের বুঝতে বাকি নেই জন্মদিনের কদিন আগে কেন নাম পরিবর্তন করেছেন তিনি।
দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার। কিছুদিন আগে নায়িকা জানিয়েছেন, একসঙ্গে আর সংসার করবেন না তিনি। তাই নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান। ফলে রাজের সঙ্গে মিলিয়ে রাখা রাজ্য নাম বদলে ‘পদ্ম’ রেখেছেন পরী।
#Pori Moni , #porimony , #পরিমনি , #bnt
Leave a Reply