1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

বাংলা সিনেমায় অন্যতম নায়িকা শাবনূর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক 

এই সময়ে অনেক টক শো কিংবা ইউটিউবার মিডিয়ার বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নেয়।সেখানে যার যেমন মন চায় প্রশ্ন করেন,উত্তরও দেন নিজেদের মত করে।অধিকাংশ সময় দেখা যায় মিডিয়ার সিনিয়র অনেক ব্যক্তির তখনকার সময়ে সাক্ষাৎকারে বলা কথা আর এখনকার সময়ে ইউটিউবে দেয়া সাক্ষাৎকারের কথার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না,হনু সাঁজতে গিয়ে তারা এক প্রকার মিথ্যার আশ্রয়ও নেন।এসবের প্রমাণ মিলে অহরহ…..।

কিন্তু,আজ পর্যন্ত ইউটিউবে মিডিয়ার যত মানুষকে শাবনূর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তাদের মধ্যে ৯৯% মানুষ শাবনূর নিয়ে সব পজেটিভ কথায় বলেছেন।কালেভাদ্রে দেখা যায় নিজেদের ক্ষোভ ঝাড়তে গিয়ে হাতে-গুণা দু/একজন মানুষ শাবনূর নিয়ে দু/চারটা নেগেটিভ কথা বলেছেন।এসব আসলে এতো গুরুত্ব দেয়ার মত কোন বিষয় না।

কয়েকদিন আগে একজন ভিলেন একটি সাক্ষাৎকার দেখলাম,তার কাছে সরাসরি প্রশ্ন রাখা হলো শাবনূরের খারাপ দিক সম্পর্কে বলতে,তিনি এক কথায় উত্তর দিলেন শাবনূরের কোন খারাপ দিক নেই।এই যে নায়ক থেকে ভিলেন,নায়িকা থেকে খলনায়িকা সবাই শাবনূরের প্রশংসায় পঞ্চমুখ,এটা এতো সহজ বিষয় না।

লক্ষ্য করলে দেখবেন,শাবনূর তার পূর্বসূরীদের প্রশংসা যেমন পেয়েছে,তেমনি পেয়েছে তার সমসাময়িকদের প্রশংসাও,বর্তমানেও তিনি নতুন প্রজন্মের প্রায় সব তারকার আইডল,পছন্দের নায়িকা।জীবিত অবস্থায় নিজ চোখে নিজের এমন জনপ্রিয়তা কয়জনে দেখে যেতে পারে??মাঝে মাঝে মনে হয় এক জনমে শাবনূরের অপূর্ণতা বলতে সত্যিই কি কিছু রইলো!!!!!

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park