1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

আগস্ট মাসে চন্দ্রে অবতরণ যান উৎক্ষেপণ করবে জাপানের মহাকাশ এজেন্সি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার পঠিত
JAXA to launch lunar lander in August

ছবি: সংগৃহিত

জাপানের মহাশূন্য এসেন্সি জাক্সা জানিয়েছে যে, আগামী মাসে একটি এইচটুএ রকেটে করে তাদের একটি চন্দ্রে অবতরণ যান উৎক্ষেপণ করা হবে।

জাপান মহাশূন্য গবেষণা এজেন্সি বা জাক্সা মঙ্গলবার চাঁদে অনুসন্ধান চালানোর জন্য স্মার্ট ল্যান্ডার বা এসএলআইএম নামের একটি অনুসন্ধানযান উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে।

এই এসএলআইএম প্রকল্প জাপানের প্রথম চন্দ্র যান চাঁদে অবতরণ করাতে চাইছে। অবতরণের সঠিক স্থান নির্ধারণ পরীক্ষা করে দেখা ছাড়াও চাঁদের পাথরও এটা পরীক্ষা করে দেখবে।

অভিযান সফল হলে জাপান হবে চাঁদে অনুসন্ধানযান অবতরণে সক্ষম চতুর্থ দেশ। এই অনুসন্ধানযানের সংগৃহিত উপাত্ত মার্কিন নেতৃত্বাধীন আর্টেমিস কর্মসূচিতে ব্যবহার করা হবে। উল্লেখ্য, আর্টেমিস কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে মহাশূন্যে গবেষণা চালানোর জন্য চাঁদে নভোচারী প্রেরণ করা।

এইচটুএ রকেটটি দক্ষিণপশ্চিম জাপানের তানেগাশিমা মহাশূন্য কেন্দ্র থেকে স্থানীয় সময় ২৬শে আগস্ট সকাল ৯টা ৩৪ মিনিটে উৎক্ষেপণ করা হবে।

সূত্র:NHK WORLD JAPAN

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park