1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

কাতার সফরে যাচ্ছে বাংলাদেশ-এর প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সদস্যরা। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর ২০ দফা কর্মসূচি সামনে রেখে অভ্যন্তরীণ ভূ-কর্মসূচি নিয়ে চলছে নানা উদ্যোগ ও কর্মব্যস্ততা। তেমনি বেড়েছে দেশি-বিদেশি বিশ্ববিখ্যাত মনীষীদের সমর্থন ও তৎপরতা। এমন প্রেক্ষাপটে কাতারের ইমাম-ওলামা ও হাফেজ-ক্বারীদের ভূমিকাও আলোচনায় উঠে আসে বেশ জোরসোরেই।

বাংলাদেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, বৈদেশিক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অভ্যন্তরী আন্তর্জাতিক প্রতিযোগিতা, ইমাম-ওলামা ও শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, সুবিধাবঞ্চিতদের সহযোগিতাসহ নানামুখী তৎপরতার বিষয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর প্রতি ইতিবাচক অবস্থানে রয়েছে মুসলিম বিশ্ব। কাতারের সঙ্গে সম্পর্ক ফের ঝালাইয়ে ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কাতার শাখা কমিটির অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করার লক্ষ্যে কাতার শাখার আমন্ত্রণে আগামী ৬ আগষ্ট ২৩ ঈসায়ী মোতাবেক বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে দলের সহকারী মহাসচিব প্রখ্যাত ক্বারী মাওলানা সাইদুল ইসলাম আসাদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান। সুদূর ইংল্যান্ড থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর। (কাতার থেকে যুক্ত হবেন কেন্দ্রীয় সহ-সভাপতি শায়েখ ক্বারী মোঃ ইউসুফ ও সহ-অর্থ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী।) সফরে প্রতিনিধিদলটি কাতার শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ছাড়াও আরও কয়েকটি বৈঠক ও প্রোগ্রামে অংশ নেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর চার সদস্যের প্রতিনিধিদল ৬ আগষ্ট থেকে কাতারে সংক্ষিপ্ত সফর করবেন। গত এপ্রিলে চার সদস্যের প্রতিনিধিদল (২০২৩) যথাক্রমে নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা ও দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ঢাকুবী সৌদি আরব সফর করেন, সেখানে ওমরার পাশাপাশি হারামে মক্কার পরিচালক ড. আহমাদ বাথহাফ ও উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন ড. মুহাম্মদ বিন মাতার আস সেহলীর আমন্ত্রণে বৈঠকে মিলিত হন। গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতে নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি শায়েখ ক্বারী আজহারুল ইসলাম, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী ও সহকারী মহাসচিব ক্বারী মুস্তাফিজুর রহমান মাহফুজ মাজমাউল কোরআনের রাষ্ট্রীয় আমন্ত্রণে ড. শেরজাদ আব্দুর রহমান তাহের-এর সঙ্গে বৈঠকে মিলিত হন। গত জুন মাসে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর প্রতিনিধি মাওলানা আব্দুর রহমান মৃধাসহ লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজ ও তাফসির বিভাগে অংশগ্রহণ করে গোটাবিশ্বে দ্বিতীয় স্থান ও ষষ্ঠ স্থান অধিকার করে।

আমাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান, তিনি কাতার সফরের প্রতিনিধি দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন কোরআনের এ সফরকে কামিয়াব করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park